ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মহান বিজয় দিবস উপলক্ষে বাগবাড়ী যুবসমাজের উদ্যোগে আকর্ষনীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে শহরের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্বাধন শেষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলির সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সোনাফর আলী, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, রজনু আহমদ, ছালিক মিয়া চৌধুরী রুকন, হাজী বাদল মিয়া, পৌর কাউন্সিলর জসিম উদ্দি সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, শিক্ষানুরাগী রাসেল মাহমুদ। টুর্নামেন্টে ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড় অংশ নেন। লেডিস জুটির অংশ গ্রহন ছিল টুর্নামেন্টর বিশেষ আকর্ষন। এসময় আয়োজক কমিটির মাহবুব মিয়া, আনিছুর রহমান চৌধুরী সুমন, ফখরুল আলম, রুহেল চৌধুরী, সুহেল আহমদ, মোজাম্মেল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, ব্যবসায়ী সাদমান মাহমুদ সানি, শুভ চৌধুরী, তানভির চৌধুরী, মাহবুবুর রহমান রাসেদ, নোমান ইমদাদ কানন, শরীফ চৌধুরী, মানিক মিয়া লিটু, রইছ মিয়া, কার্জনসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad