বিজয় রায়, ছাতক প্রতিনিধি : ছাতকে দু’দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্দ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আবু শাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। অনুষ্ঠানে সেরা স্টল, সেরা প্রজেক্ট নির্মাতা ও গান, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে অতিথিদের নিয়ে স্টল পরিদর্শন করেন তিনি। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ৩৫ টি স্টল বসানো হয়।
Posted ৯:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad