বিজয় রায়, ছাতক প্রতিনিধি : ছাতকে বঙ্গবন্ধু লেখক পরিষদের উদ্যোগে বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা ও লেখা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও লেখা পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।
সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু লেখক পরিষদের আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও ছড়াকার মৃদুল দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও লেখা পাঠের আসরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রিয় কার্য নির্বাহী সদস্য পৃথীশ চক্রবর্ত্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্য্য, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, কবি শহিদুল ইসলাম লিটন, কবি চন্দ্র শেখর দেব, তারেশ কান্তি তালুকদার, কবি উত্তম কুমার চৌধুরী, কবি লিটন দাস লিকন ও কবি আব্দুস ছালাম। স্বাগত বক্তব্য রাখেন, ছড়াকার সঞ্জয় কর।
সভায় বঙ্গবন্ধু শীর্ষক স্বরচিত লেখা পাঠ করেন, কৃষ্ণদাস রায়, বাদশা মিয়া, দুলাল হালদার, ছাড়াকার জাহাঙ্গির আলম, কবি সুরঞ্জিত তালুকদার প্রমুখ। সভা শেষে বদরুল আলমকে সভাপতি, সঞ্জয় করকে সাধারন সম্পাদক ও অঞ্জয় রায় সঞ্জয়কে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু লেখক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি লুৎফা আক্তার লিলি, কমল কান্ত রায় তালুকদার, লিনা খানম, সুষ্মিতা আচার্য্য রক্সি,সহ সাধারন সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম রহমান, দপ্তর সম্পাদক শাহীনা আক্তার জান্নাত, সহ দপ্তর সম্পাদক শারমিন জাহান খান নিজু, প্রচার সম্পাদক বাবলু কর, সহ প্রচার সম্পাদক মিথুন ভট্টচার্য্য, অর্থ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নোমান, আইন বিষয়ক সম্পাদক রনদা গাঙ্গুলী, সহ আইন বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম, সাহিত্য সম্পাদক লাকি বিশ্বাস, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক সুরঞ্জিত তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক মৃদুল দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক পিলটন সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা কুলসুমা আক্তার জান্নাত, সদস্য সজীব মালাকার, চন্দ্রিকা রানী দেবনাথ, নিলি রানী দাস, অলি উল্লাহ, শফিকুল ইসলাম, মিনা কর ও জাহাঙ্গির আলম।
এ ছাড়া কেতকী রঞ্জন আচার্য্য, বিজিত রঞ্জন কর, আব্দুস সালাম, অরুন অধিকারী ও কৃষ্ণদাস রায়কে নিয়ে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
Posted ৮:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad