ছাতক প্রতিনিধিঃ ছাতকে প্রতিপক্ষের হামলায় লিটন মিয়া নামের এক নিরীহ ব্যক্তির বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা মুখোশ পড়ে সন্ধ্যারাতে এ হামলা চালায়। এসময় ঘরে থাকা লিটন মিয়ার স্ত্রী সোহানা আক্তার লিজাকে মারধোর করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যারাতে উপজেলা ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী দারোগাখালী গ্রামের রজব আলীর পুত্র লিটন মিয়ার বসতঘরে। এ ঘটনায় লিটন মিয়া বাদী হয়ে শুক্রবার একই গ্রামের ইশরাফ খান ও লাল মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, গ্রামর এক পার্শে অনেকটা নির্জন এলাকায় লিটন মিয়া বসতঘর তৈরী করে বসবাস করে আসছেন। ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী ইছমতি বাজারে অবস্থান করছিলেন। এ সময় বসতঘরে তার শিশু কন্যা নিহা বেগম(০৪) ও স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। এ সুবাদে প্রতিপক্ষরা মুখোশ পড়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বসত ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। তার স্ত্রী এতে বাঁধা দিলে তাকে মারধোর করে আহত করা হয়। এ সময় হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ছাতাক থানার এসআই মহাদের ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
Posted ১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad