ছবি- সিলেটের জনপদ
ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুল প্রাঙ্গনে হিন্দু, মুসলিম, খ্রীষ্টানসহ বিভিন্ন ধর্মের ৭ শ’ পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ব্যাংক ম্যানেজার আবু সাদাত মওদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনূল হোসেন চৌধুরী, ইসলামী ব্যাংক সিলেট জুনের প্রতিনিধি দুলাল হোসেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ব্যাংক কর্মকর্তা তাজুল ইসলাম, আজিজুর রহমান, সুজাউল কবির, স্বপন দাস, নেছার আহমদ চৌধুরী, আবুল ফয়েজ, আব্দুল বাছিত প্রমুখ। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, চিনি, চিড়া, পেয়াজ, লাচ্ছি সেমাই প্রভৃতি।
Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad