বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে ফ্রান্স প্রবাসী ছাহিদুর রহমান ছাহিদ ও তার পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর থেকে দিনব্যাপী এসব ঈদ উপহার উপকারভোগি মানুষের ঘরে-ঘরে পৌছে দেয়া হয়। সকাল থেকে শহরের মন্ডলীভোগস্থ প্রবাসীর নিজ বাসভবনে এসব ঈদ উপহার প্যাকটজাত করা হয়। ঈদ উপহারের মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, দুধ, লাচ্ছি, ময়দা ও আলু।
ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছাহিদুর রহমান ছাহিদের পিতা, সাবেক কৃতি ফুটবলার হাজী সুনু মিয়া সকালে নিজ বাসভবন থেকে প্রতীকি হিসেবে ঈদ উপহার আনুষ্ঠানিক বিতরণ করেন। শহরের মন্ডলীভোগ, চরেরবন্দ, মোগলপাড়া, গোবিন্দগঞ্জ ও কোম্পানীগঞ্জের ইছাকলস গ্রামে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় প্রবাসীর বড় ভাই ব্যবসায়ী তৌহিদুর রহমান, নারী নেত্রী শিখা দে, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী চপল, ব্যবসায়ী ছুরত মিয়া, তরুন ব্যবসায়ী রুহেল মিয়া, আনোয়ার হোসেন, নয়ন আহমদ, নন্দন চৌধুরী, ছাত্রলীগ নেতা শ্রাবন দেব, শামির আহমেদসহ প্রবাসীর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
Posted ৭:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad