ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রেসক্লাবের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব কার্যালয় থেকে দেড় শতাধিক শীতার্থ মানুষের মাঝে এসব কম্বল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
সকালে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ, পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক শাহ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায় প্রমূখ। এ সময় প্রেসক্লাবের নির্বাহী সদস্য রাজ উদ্দিন রাজু, সাংবাদকি আমীর আলী, মাহমুদ আলম, তমাল পোদ্দার, মাহবুব আলম, সদরুল আমিন, আব্দুস সালাম, সেলিম মাহবুব, হাবিবুর রহমান নাসিরসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad