বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে সহশ্রাধিক মোরগসহ পোল্ট্রি ফার্ম ভস্মিভুত

শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯     235 ভিউ
ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে সহশ্রাধিক মোরগসহ পোল্ট্রি ফার্ম ভস্মিভুত

ছাতক প্রতিনিধিঃ ছাতকে শত্রুতাবসত প্রতিপক্ষের দেয়া আগুনে সহশ্রাধিক মোরগসহ একটি পোল্ট্রি ফার্ম ভস্মিভুত হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত রমজান আলীর পুত্র আব্দুল করিমের পোল্ট্রি ফার্মে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ১ হাজার ১শ’ মোরগসহ গোটা ফার্ম ভস্মিভুত হয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আলমপুর গ্রামের আব্দুল করিম এনজিও থেকে ঋণ নিয়ে আলমপুর বাজার সংলগ্ন এলাকায় ভুমি ভাড়া নিয়ে পাশাপাশি দু’টি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন প্রায় ৮ বছর আগে। ফার্মের মোরগ বিক্রি করেই তার ১০-১২ জনের পরিবারের ভরন-পোষন করে আসাছেন ফার্মের মালিক আব্দুল করিম। প্রতিবারের মতো এবারো তার দুটি ফার্মে ২ হাজার মোরগ লালন-পালন করে বিক্রির উপযুক্ত করে তুলেন। গড়ে প্রায় দেড় কেজি ওজনের এসব মোরগ কয়েক দিনের মধ্যেই বিক্রি করার কথা ছিল। ফার্মের মালিক আব্দুল করিম জানান, বুধবার রাতে তার মৃত মায়ের নামে নিজ বাড়িতে খতম নিয়ে ব্যস্থ ছিলেন তিনি। এ ছাড়া ওই রাতে পাশের মোহাম্মদপুর গ্রামে ওরছ মোবারক থাকায় বাজার ও  গ্রামের প্রায় পুরুষ লোক ওরছে চলে যায়। এ সুযোগে মধ্যরাতে শত্রুতা বশত প্রতিপক্ষরা ফার্মে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ফার্মে। পরে স্থানীয় লোকজন এসে প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনার আগেই একটি ফার্মের ১ হাজার ১শ’ মোরগসহ গোটা ফার্ম ভস্মিভুত হয়। গ্রামের মন্তাজ আলী, আছাব মিয়া, নুরুল হক, আলকাছ আলী, আব্দুল গনি, মাষ্টার আহমদ আলীসহ লোকজনের দাবী শত্রুতাবশত পেট্রল ঢেলে ফার্মে আগুন ধরিয়ে দিয়ে এ ক্ষয়-ক্ষতি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহাদেব ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(623 ভিউ)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com