বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতক পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে শহরের রাস্তা-ঘাট ও অলি-গলিতে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে। জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে টানা কয়েকদিন চলবে বলে জানা গেছে।
সোমবার দুপুরে শহরের সুজন চৌধুরী সড়কের মুখ থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম পরিচালনা করার জন্য পৌরসভার নির্ধারিত লোকজন ছাড়াও দৈনিক মজুরী হিসেবে অতিরিক্ত লোক নিয়োগ দেয়া হয়েছে।
এসময় পৌরসভার সচিব আবুজর গিফারী, পৌরসভার কল্যানব্রত দাস, নাজির আহমদ, শরীফ চৌধুরী, সুব্রত হালদার, মৃদুল দাসসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ডের রাস্তা-ঘাট, ড্রেন, ফুটপাত ও ঝোপঝাড় এলাকায় জীবানুনাশক স্প্রে করা হয়েছে। এসময় পৌরসভার সাবেক পৌর কমিশনার রজনু আহমদ, স্থানীয় রুয়েল চৌধুরী, ফখরুল আলম, জিয়াদুল হক পাপ্পু প্রমুখ তার সাথে ছিলেন।
Posted ৮:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad