ছাতক প্রতিনিধিঃ ছাতকে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে লিকসন মিয়া ওরফে লক্ষনধর আলী(৩২) নামের এক ডাকাত নিহত হয়েছে। রোববার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকারভাঙ্গা নামক স্থানে বন্দুক যুদ্ধে সে নিহত হয়। অস্ত্র, ডাকাতিসহ ৫ মামলার পলাতক আসামী লক্ষনধর আলী উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর-হবিপুর গ্রামের মৃত কলমধর আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গভীর রাতে লক্ষনধর আলীর স্বীকার উক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এক পর্যায়ে বোকারভাঙ্গ নামক স্থানে পৌছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা লক্ষনধর আলীর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় ক্রসফায়ারে পড়ে কলমধর আলীর মৃত্যু ঘটে। এসময় পুলিশের ৬ জন সদস্যও আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পরে ঘটনাস্থ থেকে পুলিশ ১টি পাইপগান, ৪টা রাম দা, ২টি তাজা গুলি, ৩টি গুলির খোসা ও ১টি বড় শাবল উদ্ধার করে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Posted ২:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad