বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ১২টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে সকলেই নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে সমিতির কার্যালয়ে এক সাধারন সভায় ৩ বছর মেয়াদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নতুন কমিটি ঘোষনা করা হয়। এর আগে সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নেছার আহমদের সভাপতিত্বে ও সদ্য বিদায়ী কমিটির সাধারন সম্পাদক সামছু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু।
বিশিষ অতিথির বক্তব্য রাখেন, সমিতির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ তিতুমীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, ব্যবসায়ী ইলিয়াছ মিয়া চৌধুরী, হাজী লুলু মিয়া, হাজী এখলাছ খান, সমিতির সাবেক অর্থ সম্পাদক হাজী আব্দুল গাফফার, হাজী মাসুক মিয়া, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, ফরিদ মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোয়েব হাসান, আব্দুস ছালাম, সমিতির সাবেক পরিচালক বুরহান উদ্দিন, আব্দুর রউফ, ব্যবসায়ী হাজী লিলু মিয়া, সাধু মিয়া, আব্দুস ছাত্তার, এখলাছ মিয়া, সমশের আলী প্রমুখ।
সভা শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সহ সভাপতি পদে ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাধারন সম্পাদক পদে টানা তৃতীয় বারের মতো সামছু মিয়া ও কোষাধ্যক্ষ পদে আমির আলী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সমিতির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বাদশা মিয়া, আলহাজ্ব বুলবুল আহমদ, আব্দুল মোনায়েম, মঈনুল ইসলাম, মজিদ মিয়া, কয়েছ আহমদ, আলমগীর হোসেন ও জালাল মিয়া। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দিন।
Posted ৯:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad