ছাতকে নদীপথে চাঁদাবাজীর ঘটনায় এলেমান মিয়া(২৮) নামের এক চাঁদাবাজকে আটক করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল সোমবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়। এলেমান মিয়া শহরের লেবারপাড়া এলাকার আব্দুল খালিকের পুত্র। রোববার সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকা থেকে ছাতক থানার এসআই অরূপ সাগর তাকে আটক করেন। সুরমা নদীতে চলমান নৌ-যান থেকে অবৈধভাবে চাঁদাবাজীর অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে সুরমা নদীর পেপার মিল এলাকা থেকে লক্ষীবাউর বাজার পর্যন্ত নৌ-যান ও ঘাটে চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে পেপারমিল এলাকার আরো অনেকেই। এদের অনেকেই নৌ-পুলিশের সাথে সখ্যতা রয়েছে বলে জানা গেছে। ছাতক থানার এসআই আতিকুর রহমান জানান, চাঁদাবাজীর মামলায় এলেমান মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad