বিজয় রায়, ছাতক প্রতিনিধি: ছাতকে দোকান কোটাসহ আগুনে ভস্মিভুত হয়ে সিদ্দিকুর রহমান(১৬) নামের এক দোকানীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্দিকুর রহমান সাদারাই গ্রামের সুনু মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বোকা নদীর তীরবর্তী অবস্থিত মামা সেবুল মিয়ার মুদি দোকান পরিচালনা করতো সিদ্দিকুর রহমান। প্রতিদিনের মতো বুধবার রাতে ব্যবসা বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়ে সে।
ভোর রাতে অগ্নিকান্ড দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করার আগেই গোটা দোকান ভস্মিভুত হয়। পরে ভস্মিভুত স্তুপ থেকে সিদ্দিকুর রহমানের কংকালসার দেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে সকালে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল, জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নির্মল দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।
Posted ১০:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad