বিজয় রায়, ছাতক প্রতিনিধি : ছাতকে গত দু’দিনে নতুনভাবে করোনা ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ছাতক হাসপাতালের ১ জন মহিলা ডাক্তার, ১ জন মেডিকেল রিপ্রেজেনটেটিভ রয়েছেন। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে ১১ জনই শহরের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার ৮জন এবং শুক্রবার আরো ৪ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী ডাক্তার ১ জন, মেডিকেল রিপ্রেজেনটেটিভ ১ জন, শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার ৪ জন, মন্ডলীভোগ এলাকার ভাড়াটে বাসিন্দা ১ জন ও লাফার্জ হোলসিম কারখানার ১ জন।
শুক্রবারের রিপোর্ট অনুযায়ী শহরের মন্ডলীভোগ এলাকার ৩ জন ও জাউয়া ইউনিয়নের কৈতক গ্রামের ১ জন। নতুন ১২ জন সহ এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৬ জনে। নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad