বুধবার ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ছাতকে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ , নারীসহ আহত ২০

বিজয় রায়, ছাতক প্রতিনিধি:   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯     294 ভিউ
ছাতকে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ , নারীসহ আহত ২০

ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত একজন ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গি ও আহারগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিগত কয়েক বছর ধরে আহারগাঁও গ্রামের মৃত ইছবর আলীর পুত্র ছোরাব আলী ও কামরাঙ্গী গ্রামের মৃত আলতাব আলীর পুত্র কয়েছ মিয়া পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সাংঘর্ষিক ঘটনাও ঘটেছে একাধিবার। থানা ও আদালতে পক্ষে বিপক্ষে একাধিক মামলাও বিচারাধিন রয়েছে।

শনিবার রাতে আসামী ধরতে কামরাঙ্গি গ্রামে যায় পুলিশ। গ্রামে পুলিশ আসার বিষয়টি প্রতিপক্ষের দ্বারা করা হয়েছে বলে কামরাঙ্গি গ্রামবাসীর ধারনা। ওই রাতে কামরাঙ্গি গ্রাম থেকে একটি সোলার প্যানেল, একটি পানির ট্যাংক লুট ও গ্রামের মসজিদের একটি গেট ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালে প্রতিপক্ষের লোকজন ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়। এ নিয়ে উভয় গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা।

বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকালে কামরাঙ্গি গ্রামের আব্দুল কাহারের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাংচুর চালালে সংঘর্ষের সূত্রপাট ঘটে। দফায়-দফায় সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত জাবেদ আহমদ(২২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবাসী নূরুল ইসলাম(৩৫), হাফিজ জাবেদ আহমদ(২৭), হাজী আরজক আলী(৬০), সমুজ আলী(৩৫), তৈমুছ আলী(৬০), নূর বানু(৬০), মোহনমালা(৪০), তানজিনা বেগম(২৬), পেয়ারা বেগম(২৭)সহ আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সাংঘর্ষিক পরিস্তিতি সৃষ্টির আশংকা করা হচ্ছে।

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগে পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com