ছাতক প্রতিনিধি : ছাতকে দু’গ্রামবাসির সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতাল ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও ও আকুপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাঁকুড়া খালের খাইরগাও-আকুপুর অংশে মাছ শিকারের জন্য অভয়াশ্রম সৃষ্টির লক্ষে খালে গাছের ডাল-পাল ফেলতে গিয়ে আকুপুর ও খাইরগাঁও গ্রামবাসী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয়। সংঘর্ষে ইব্রাহিম আলী (৪০), আব্দুর রহিম (৩২),গিয়াস উদ্দিন (২৬), ছাদিক মিয়া (২৪), কদ্দুছ আলী (৪৫), আফতাবুন নেছা (৫০), এমরান আহমদ (২১),নাজমুল হোসেন (২৪), আশিক আলী (৩৩), আমির আলী (৪৫), কামাল হোসেন(৩৫), মনির উদ্দিন (২৬) নুরুল ইসলাম (৩৫) আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad