ছাতকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৪৬ দরিদ্র পরিবার ও দু’টি শিক্ষা প্রতিষ্টানের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় ৪১ পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং ৫ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত শাহ-জালাল উচ্চ বিদ্যালয়ে ৪ বান্ডিল ঢেউটিন ও নগদ ১২ হাজার টাকা এবং ফকিরটিলা সুনু মিয়া চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়েছে।
ঢেউটিন ও টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, আব্দুল মছব্বির, আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, মোশাহিদ আলী, ছাব্বির আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad