ছাতকে ডাম্পিং সাইড থেকে বালু চুরি করার অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ। রোববার উপজেলার দোলারবাজার ইউনিয়নের বটেরখাল নদীর তীর সংলগ্ন আনুজানি এলাকা থেকে তাদের আটক করে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতরা হল ভাতগাঁও ইউনিয়নের নছরকতপুর গ্রামের আব্দুল হেকিমের পুত্র এখলাছুর রহমান, সাজু মিয়া ও কানলাজান গ্রামের শফিক মিয়া। জানা যায়, জাহিদপুর গ্রামের বাসিন্দা আলী আসগর বটেরখাল নদীর তীর সংলগ্ন আনুজানি এলাকায় বালু ডাম্পিং করে যাচ্ছেন ব্যবসার জন্য । মালিকের অজ্ঞাতে ওই ডাম্পিং সাইড থেকে ঠেলা যোগে বালু নিয়ে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল আহমদ তাদের আটক করেন। এএসআই বেলাল আটকের কথা স্বীকার করেছেন।
Posted ৭:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad