বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে ট্রাকের চাপায় বাবুল মিয়া (২৬) নামের এক রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের রাস্তায় মাটিবাহী ট্রাক চাপায় তার মৃত্যু ঘটে। বাবুল মিয়া শহরের বাগবাড়ী এলাকার উমর আলীর পুত্র।
প্রত্যক্ষদশীরা জানান, মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে উপজেলা পরিষদ এলাকায় ট্রাক দিয়ে মাটি ভরাট কাজ চলছে। বুধবার বিকেলে মাটি নিয়ে একটি ট্রাক উপজেলা পরিষদের রোডে প্রবেশ করলে রাস্তার পাশে থাকা রিক্সা চালক বাবুল মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
আহত বাবুল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালক সমর আলীকে আটক করেছে পুলিশ। সমর আলী উপজেলা কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের মবশ্বর আলীর পুত্র।
Posted ১২:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad