বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে টিলার পাথরসহ আব্দুল আলী(৬৪) নামের এক ব্যক্তিকে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের হাদা টিলায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল। দন্ডিত আব্দুল আলী হাদা-চানপুর গ্রামের মৃত তছই উদ্দিনের পুত্র।
অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন ও বিক্রির অপরাধে বন আইনে তাকে এ দন্ডাদেশ প্রদান করা হয়। এসময় উত্তোলকৃত প্রায় ৩ হাজার ৬০০ ঘনফুট পাথর জব্ধ করা হয়। অভিযানে দোয়ারা উপজেলা বিট কর্মকর্তা নিতিশ চক্রবর্ত্তীসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
Posted ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad