ছাতক প্রতিনিধি : ছাতকে জ্ঞানের সাগর, বাউল সাধক দুর্বিণ শাহ’র ৯৯তম জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় দুর্বিণ শাহ’র সামাধিস্থল দুর্বিণ টিলায় কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিক উদযাপন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
এসময় দুর্বিণ শাহ’র পুত্র আলম শাহ, অনিক শাহ, পৌর কাউন্সিলর সুদীপ দে, বাউল বশিল উদ্দিন, বাউল মকদ্দুস আলী, দুবিণ শাহ ভক্ত কন্ঠ শিল্পী অজিত কুমার দাস, সংগঠক বদরুল আমিন রুবেল, মৃদুল দাস, ভাস্কর দত্ত, সুব্রত হাওলাদার, টুটুল দেবনাথ, মুকুল আচার্য্য, দুলাল উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad