বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে জেলহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে(সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ) এক প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যোয় জেলা পরিষদ রেষ্ট হাউসে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য, আওয়ামীলীগ নেতা আব্দুস সহিদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ কামরুজ্জামান, পীর আমিনুল হক টুনু, আলহাজ্ব আব্দুল কাদির, রঞ্জিত দাস, প্রদীপ দাস, আমিরুল ইসলাম, মীর আহমদ সাইদ তুহিন, তোফায়েল আহমদ, এড. মাছুম আহমদ, বারীন্দ্র দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগে জায়গা করে নেয়া অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এখন সময়ের দাবী। এসব অনুপ্রবেশকারীদের হটিয়ে দলের নেতৃত্বে জায়গা করে নিতে হবে ছাত্রলীগ থেকে উঠে আসা মুজিব সৈনিকদের। আওয়ামীলীগের তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান বক্তারা।
Posted ৯:০০ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad