বিজয় রায়, ছাতক প্রতিনিধি : ছাতকে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক সিলেটের আয়োজনে ও সোনালী ব্যাংক ছাতক শাখার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট জোনের যুগ্ম-ব্যবস্থাপক (ক্যাশ) আবু নাসের। সোনালী ব্যাংক সুনামগঞ্জ রিজিওনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার(ইনচার্জ) আবুল ফজলের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক ছাতক শাখার সিনিয়র কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংক সিলেট জোনের সহকারী ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ছাতক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল জলিল। কর্মশালায় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা পুলিন চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, বাউবির উপ পরিচালক সিদ্দিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, আমার বাড়ি আমার খামার প্রকল্প কর্মকর্তা জুলকার নাইন, সিলেটের দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, হারাধন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, পজীপ কর্মকর্তা শফিকুল ইসলাম, গ্রামীন ব্যাংক ছাতক শাখার ম্যানেজার রুমান জামিলসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জালনোট শনাক্তকরনের বিভিন্ন কৌশল প্রদর্শন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হাতের স্পর্শে জালনোট শনাক্ত করার কৌশল বলে দেয়া হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা নাজমুল হক আকন্দ ও গীতা পাঠ করেন ব্যাংক কর্মকর্তা রাজীব কুমার।
Posted ৯:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad