বিজয় রায়, ছাতক প্রতিনিধি : ছাতকে ধর্ষন মামলার আসামী রুমেল মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। রুমেল মিয়া উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের সাদেক আলীর পুত্র। শুক্রবার দুপুরে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের জনৈক এক কিশোরীর সাথে সম্প্রতি রুমেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে ওই কিশোরীর সাথে শারিরিক সম্পর্ক তৈরী করে রুমেল। বৃহস্পতিবার প্রতারনার ফাঁদে ফেলে ইচ্ছের বিরুদ্ধে ওই কিশোরীর ধর্ষণ করে রুমেল। এ ঘটনায় নির্যাতিত ওই কিশোরী বাদী হয়ে রুমেল মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
উপ-পরিদর্শক মো.দোলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতিত ওই কিশোরীকে শুক্রবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
Posted ১:০৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad