বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে করোনা উপসর্গ নিয়ে রেজিয়া বেগম নামের এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রেজিয়া বেগম ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ী এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী জানান, বেসরকারিভাবে ওই মহিলা চিকিৎসা নিয়েছেন। করোনা পজেটিভ সনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার আগেই ওই মহিলার মৃত্যু হয়।
এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে নারী-পুরুষসহ ৫জনের মৃত্যু হয়েছে। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, কৈতক গ্রামের বাসিন্দা আব্দুল হক, পৌর শহরের বাগবাড়ী মহল্লার বাসিন্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার হাজী পিয়ারা মিয়া, ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী হাজী হিরা মিয়া।
এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে সিলেটের শহিদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন উপজেলার ভাতগাও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাসিন্দা দরাজ আলী মাস্টার। এখন পর্যন্ত এখানে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৬ জন।
Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad