ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার উদ্যোগে প্রখ্যাত সংগীত শিল্পী গৌরী চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরসভা মাঠে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গৌরী চৌধুরী গান গেয়ে দর্শকদের মাতিয়েছেন।
এছাড়া স্থানীয়, সিলেট ও ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন। মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও মৃদুল কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি গৌরী চৌধুরী, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, কনকচাপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্য্য প্রমূখ।
এসময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শাহিন চৌধুরী, আফিক আলী, নারী নেত্রী শিখা দে, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল বারী চপল, এড. পিযুষ ভট্রাচার্য্য, অধ্যাপক হরিদাস রায়, মোহন্ত রায়, রবিন্দ্র কুমার দাস, সাবেক পৌর মহিলা কমিশনার বিথী রানী দাস, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, আছাব মিয়া, দিলোয়ার হোসেন, সুদীপ দে, আওয়ামীলীগ নেতা মৃদুল কান্তি দাস মিন্টু, কৃষকলীগ নেতা বাবুল পাল, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, অমর দেবনাথ, চম্পু দত্ত, গোবিন্দ পাল, প্রবাসী আওয়ামীলীগ নেতা সাঈদ আহমদ, রইছ আহমদ মেম্বার, মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সজিব মালাকার, যুবলীগ নেতা ফজলে রাব্বি জনি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির রুবেল, কুহিন চৌধুরী, রাহেল আহমদ, আদিব আহমদ, সাজ্জাদ আহমদ, আব্দুল্লাহ ছনি, তানভীর চৌধুরীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১২:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad