ছাতক প্রতিনিধিঃ ছাতকে দ্বিতীয়বারের মতো এসএমসির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী।বুধবার নির্বাচন বাছাই কমিটির ফলাফলে ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষে উপজেলার মধ্যে এসএমসির শ্রেষ্ঠ সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
এর আগে ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষেও তিনি উপজেলা ও সুনামগঞ্জ জেলার এসএমসির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এ ছাড়া শ্রেষ্ঠ পুরুষ প্রধান শিক্ষক মোস্তাক হোসেন(গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ মহিলা প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম(মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ পুরুষ সহকারী শিক্ষক মোহাম্মদ নিজাম(মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ মহিলা মহিলা শিক্ষিকা স্মীতা সরকার(চেচান সরকারী প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ কাব শিক্ষক আবু সালেহ নোমান(রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী আবু সাদাত লাহিন, শ্রেষ্ঠ কাব শিশু সাকিব আল হাসান(রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়)।
বাছাই কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির ও সদস্য সচিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস ও সদস্য, সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল সাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad