বিজয় রায়, ছাতক প্রতিনিধি : ছাতকে সম্মেলন উপলক্ষে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের এক সভা গতকাল শুক্রবার সকালে শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়, সাংবাদিক বিজয় রায়, ব্যবসায়ী অরুন দাস, শিক্ষক পংকজ কুমার দাস, বাবুল চৌধুরী, কৃপেশ চন্দ, তনু রায়, লিটন ঘোষ, ডাঃ রাখেশ চন্দ্র দাস, শিক্ষক প্রনব দাস মিটু, সীতেশ রঞ্জন দাস, দিগেশ রঞ্জন দাস, সমরজিত কর বাবুল, পংকজ চৌধুরী, বিজয় লাল দে, বিশ্ব ঘোষ, শংকর দত্ত, হরি সরকার, ভ্রমর সুত্রধর, সুমন দাস, মিন্টু কুমার দাস প্রমুখ।
সভায় পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্যে এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্যকে আহবায়ক, মহন্ত কুমার রায়, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায় ও পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরীকে যুগ্ম আহবায়ক এবং রবীন্দ্র কুমার দাসকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, কোষাধ্যক্ষ চম্পু দত্ত, সদস্য কানুপ্রিয় দাস, শিখা রানী দে, অরুন দাস, স্বপন পাল, বিজয় পোদ্দার, পংকজ চৌধুরী, সুজিত পাল, রাজন দাস, সুষেন দে, শংকর দাস ও সুব্রত হালদার।
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad