বিজয় রায়, ছাতক প্রতিনিধি:
ছাতকের শিবনগর গ্রামের বাসিন্দা মাওলানা ইয়াকুব আলী হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দিঘলী রামপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর আলমসহ হত্যা মামলার প্রধান আসামীরা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। এসব আসামীরা নির্মমভাবে মাওলানা ইয়াকুব আলীকে হত্যা করেছে। এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও
ছিনতাইকারী হিসেবে পরিচিত ওই আসামীরা চাঁদাবাজীসহ সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে। গুটি কয়েক সন্ত্রাসীর কারনে বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার শান্তিপ্রিয় মানুষ আজ জিম্মি হয়ে আছে। দেশের প্রচলিত আইনকে তোয়াক্কা না করে হত্যা মামলার প্রধান আসামীরা অনেকটা প্রকাশ্যেই দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। এসব সন্ত্রাসীদের খুঁটির জোর কোথায়, এমন প্রশ্ন তোলে ইয়াকুব আলী হত্যাকারী এসব সন্ত্রাসীদের অভিলম্বে আইনের আওতায় এনে আলোচিত মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবী জানিয়েছেন বক্তারা।
সু-বিচারের প্রত্যাশায় এ মামলার ব্যাপারে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টিও কামনা
করেছেন এলাকাবাসী। এড. আবুল কালাম কেনু মিয়ার সভাপতিত্বে এবং আতাউর রহমান এমরান ও এনামুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন কাচা মিয়া, উপাধ্যক্ষ মহিউদ্দিন, স্থানীয় মুজিবুর রহমান, আরশ আলী মাষ্টার, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জইন উদ্দিন আহার, সামছুল আহমদ মেম্বার, আফরোজ বখত, গৌছ আহমদ, আলী আশরাফ তাহিদ, দিদার আলম মেম্বার, হুসাইনুজ্জামান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য নূর আলম। সভা শেষে সন্ত্রাসী হামলায় নিহত মাওলানা ইয়াকুব আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad