বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হযেছে। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারনবাজারে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি।
ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের উদ্যোগে বড় সৈদেরগাঁও, শ্রীপুর ও ফুরকানচর গ্রামের ঘুর্নিঝরে ক্ষতিগ্রস্থ ১৯ পরিবারের মাঝে ২ বান্ডিল করে মোট ৩৮ বান্ডিল এবং বড় সৈদেরগাঁও মসজিদে আরো ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।
ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ২:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad