বিজয় রায়, ছাতক প্রতিনিধি:
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকারী বিধিমালার জটিলতায় ছাতকের শিক্ষার অগ্রযাত্রায় এক নতুন সংকট সৃষ্টি হয়েছে। এ সংকট ভয়াভহ পরিস্থিতির দিকে এগিয়ে আসার আগেই নিরসনের উদ্যোগ নিতে হবে। এখানের শিক্ষার ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ অঞ্চলের শিক্ষানুরাগী, দানশীল ও প্রবাসীদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রানের দাবীর প্রেক্ষিতে ঐতিহ্যবাহী ছাতক বহুমুখী মডেল হাইস্কুলকে সরকারীকরন করা হয়েছে। এ বিদ্যাপীঠ সরকারীকরনের ফলে লাভের পাশাপাশি বেশ কিছু সংকটেরও সৃষ্টি হয়েছে। সরকারী বিধিমালা অনুযায়ী ৬ষ্ঠ শ্রেনীতে ১২০ জনের অধিক শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হবে না।
কয়েক কিলোমিটারের মধ্যে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়া আশেপাশে আর কোন উচ্চ বিদ্যালয় না থাকায় চলতি বছরে পিএসসিতে উত্তির্ণ হওয়া শ’শ’ শিক্ষার্থীদের ভবিষ্যৎ এ জটিলতার কারনে অনেকটাই হুমকীর মুখে পড়বে।
এসব শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা-মুক্তিরগাঁওসহ আট গ্রাম ও শহরের বৌলা-তাতীকোনাসহ ৫ এলাকার মধ্যে দুটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এ অঞ্চলের পিএসসি উত্তির্ণ শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে এসব অঞ্চলসহ সকল শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
শনিবার বিকেলে শিমুলতলা-মুক্তিরগাঁওসহ আট গ্রাম এলাকায় নতুন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে স্থান নির্ধারনসহ শিমুলতলায় এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
শিমুলতলা-মুক্তিরগাঁওসহ আট গ্রাম এলাকায় নতুন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন কমিটির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহিদ মজনু, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেযারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, মুরাদ আহমদ, আখলাকুর রহমান, বিল্লাল আহমদ, আব্দুল ওদুদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন। বক্তব্য রাখেন, স্থানীয় হাজী কাচা মিয়া, রহমত আলী, মাসুক মিয়া, এড. আবুল হোসেন, আজিমুল হক, ওয়ারিছ আলী, লাল মিয়া, মতিউর রহমান, ইকবাল আহমদ প্রমুখ।
এসময় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৫:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad