ছাতক প্রতিনিধিঃ ছাতকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিপ্তরের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের সভাপতিত্বে ও শিক্ষক লোপা দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনূল হুসেন চৌধুরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জব্বার, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, জালালিয়া আলিম মাদ্রাসার শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ। এ সময় আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, শিক্ষক আশিক মিয়া, মাওলানা ইমাদ উদ্দিন মানিক, কানু দাসসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, শিক্ষার্থী সিদ্দিকুর রহমান, গীতা পাঠ করেন শিক্ষার্থী শ্রেয়া দাস।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad