ছাতক প্রতিনিধিঃ ছাতকে ব্যক্তি উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের বাসিন্দা সমাজসেবী সায়েম আহমদের উদ্যোগে ইউনিয়নের সিংচাপইড়, মামদপুর ও চিকনিকান্দি গ্রামের ৩০০ নারী-পুষের মাঝে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও আফজাল হোসেন সেবুলের পরিচালনায় বস্ত্র বিতরণী সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, সমাজসেবী সাব্বির আহমদ, তবুল খয়ের, শিক্ষক আলাছ উদ্দিন, আফাজুল হক, জুনেদ আহমদ, মো. শাহজাহান, পাবেল আহমদ রাব্বী, আলীম উদ্দিন সজীব, এমএ অপু আহমদ প্রমুখ। এসময় মুরব্বী সিন্তার আলী, মতল মিয়া, মজম্মিল আলী, আবদুল আহাদ, মাহমুদ আলী, রমান আলী, ময়না মিয়া, সেবলু মিয়া, নুরুল হোসেন, মুহাম্মদ আলী, আবদুল ওয়াহিদ, সুরাব আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad