বিজয় রায়, ছাতক প্রতিনিধি: ছাতকের সিংচাপইড় ইউনিয়নে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অব্যাহত রয়েছে। গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচী নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই টিকাদান কর্মসূচীতে ইউনিয়নের ৭২টি কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৪ হাজার ৮শ’৯১জন শিশুকে ১ ডোজ এমআর টিকা দেয়া হবে।
বৃহস্পতিবার সকালে ৪র্থ দিনের মতো সিংচাপইড় উপস্বাস্থ্য কেন্দ্রে টিকাদান চলাকালে উপস্থিত ছিলেন, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সত্যজিৎ কুমার নাথ, ইউপি মুফাজ্জল হোসেন, ব্যবসায়ি ফয়ছলুজ্জামান চৌধুরী, মানবাধিকার কর্মী মোহাম্মদ শাহজাহান, ইউনিয়ন সহকারি স্বাস্থ্য পরিদর্শক অজিত কুমার তালুকদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা অনুশ্রী রায়, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আকতার হোসেন, স্বাস্থ্য সহকারি নিকলেশ দেবনাথ, সুজন মিয়া, মুহিবুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারি রুজিনা বেগম, গীতা রানী নাথ, স্বেচ্ছাসেবী মকবুল মিয়া, পঙ্কজ নাথসহ প্রমূখ।
স্বাস্থ্য সহকারি নিকলেশ দেবনাথ জানান, করোনা বিষয়টি বিবেচনায় নিয়ে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনে ইউনিয়নের ৭২টি কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৪ হাজার ৮শ’৯১জন শিশুকে টিকা দেয়া হবে।
Posted ১০:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad