ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় গ্রামে সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের জন্য আরো দুটি জন্য পাকা বসতঘর নির্মাণ করা হচ্ছে।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সিংচাপইড় গ্রামের মৃত মোহাম্মদ সামছুন-নুরের বিধবা স্ত্রী স্বপ্না বেগম ও মৃত ইছন আলীর বিধবা কন্যা দুধবি বেগমের নামে বরাদ্দ দেয়া বসতঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুক্তরাজ্যে বসবাসরত সিংচাপইড় গ্রামের প্রবাসীদের সংগঠন সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশনের অতিথিবৃন্দ।
এরআগেও গ্রামের আরো ৬টি হতদরিদ্র পরিবারের জন্য বসতঘর নির্মাণ করে সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন। এসময় সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মুরব্বী হাজী কালা মিয়া, হাজী আবদুস সালাম, মো. গফুর মিয়া, কাদির মিয়া, আসকর আলী, সাংবাদিক হেলাল আহমদ, ঠিকাদার আজির উদ্দিন, মুনসুর আলী, নজরুল ইসলাম, ইউনিয়ন আনসার কমান্ডার জার্মান সরকার, রুমন আহমদসহ স্থানীয় গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন, সিংচাপইড় কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহমদ হোসাইন।
Posted ১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad