বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকের প্রতিভাবান জনপ্রিয় কন্ঠ শিল্পী অর্পিতা পাল(২৫) আর নেই। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অর্পিতা পাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট পলি ক্লিনিক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলিকাতার টাটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন তিনি রক্ত জনিত সমস্যায় ভোগছিলেন। সিলেট অঞ্চলের সাংস্কৃতিক জগতের পরিচিত ও প্রিয় মুখ, সিলেট মহিলা কলেজে এমএ অধ্যয়নরত অর্পিতা পালের অকাল মৃত্যুতে সিলেট অঞ্চলের সাংস্কৃতিক জগতসহ ছাতকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংকিদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। তার মরদেহের অন্তেষ্টি ক্রিয়া রাতে শহরের কেন্দ্রিয় শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়।
Posted ৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad