ফাইল ছবি
ছাতকের জলালপুর-লামারসুলগঞ্জ সড়কে একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে জলালপুর-লামারসুলগঞ্জ সড়কের উমরাকুল এলাাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা চালক ও হেলপারকে মারধোর করে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
ট্রাকের চালক জুয়েল মিয়া জানান, জাহিদপুর জামে মসজিদের জন্য ট্রাক(নং-সিলেট ১১-০১২৩) যোগে ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে জাহিদপুর এলাকায় যায় সে। পাথর নির্দিষ্ট এলাকায় আনলোড করে ফেরার পথে উমরাকুল এলাকায় একটি সিএনজি সড়কের উপর দেখে ট্রাকের গতিরোধ করে চালক। এসময ৪-৫ জনের একটি ডাকাত দল চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তাদের কাছে থাকা নগদ প্রায় ৩৮ হাজার ৭০০টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় চালক জুয়েল মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
Posted ১১:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad