বিপদজন অবস্থায় আছে জোজ নালের উপর নির্মিত ব্রীজটি, ছবি- সিলেটের জনপদ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও বাহুবল উপজেলার মধ্যবর্তী স্থানে পাকা ব্রীজ হয়ে গেল কাঠের ব্রীজ! সরজমিনে গিয়ে জানা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন ও বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের সাটিয়াজুরী -মহাশয়বাজার-মিরপুর এলজিইডি রাস্তার জোজ নালের উপর নির্মিত ব্রীজটি প্রায় ৫ বছর যাবত ভেঙ্গে গেলেও কতৃপক্ষ কোন মেরামত কিংবা নতুন ব্রীজ নির্মাণের কোন উদ্যোগ নেয়নি।
এলাকার ১৫/২০ টি গ্রামের জনসাধারণের দূর্ভোগের কথা চিন্তা করে এলাকার কিছু যুবক সম্প্রতি কাঠ দিয়ে ব্রীজটি মেরামত করে দেয়। ফলে এ এলাকার চলাচলরত প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ কিছুটা লাগব হয়।গত বছর আংশিক ভাঙ্গার অংশ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে মেরামত করে দেয়া হয়।তারপরেও টনক নড়েনি কতৃপক্ষের।গুরুত্বপুর্ন রাস্তা দিয়ে সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়, মিরপুর কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ শত শত ছাত্রছাত্রী যাতায়াত করে থাকে।জরুরী ভিত্তিতে ব্রীজ নির্মাণের জন্য এলাকাবাসী যথাযত কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে চুনারুঘাট এলজিইডি অফিস জানিয়েছে ব্রীজটি পুননির্মাণ প্রক্রিয়াধীন আছে।
Posted ১২:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad