কাজী মাহমুদুল সুজন।।হবিগঞ্জের চুনারুঘাটে ১০কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার ভোরে চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা তেমুনিয়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই আবু বককার খান সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বস্তায় দশ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেন। আটককৃতরা হলো- চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানের মধু মঙ্গল তাঁতীর ছেলে পলাশ তাঁতী (২২) ও একই উপজেলার দুমদমিয়া ঠিলার প্রমথ কর্মকারের ছেলে পিন্টু কর্মকার (২১)।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, চলমান মাদক বিরোধী অভিযানের প্রেক্ষিতে আজকের এই অভিযান। মাদক নির্মূলের জন্য মাদক সংক্রান্ত তথ্য দিয়ে চুনারুঘাটবাসীকে পাশে থাকার অনুরোধ জানান তিনি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চুনারুঘাট থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।