মো: হাসান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুর রউফের পুত্র নুরুল ইসলাম (৪০) ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই মো: মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাইকুড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলামকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলামের বিরুদ্ধে জি.আর ২১১/৯৯ মামলায় ৫ বছর ১ মাসের সাজা সহ অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে দীর্ঘ ২১ বছর ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পলাতক থেকে চট্টগ্রামে জাহাজ ভাঙ্গার শিল্প কারখানায় আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে বুধবার সকালের দিকে নুরুল ইসলামকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ২:১১ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad