কাজী মাহমুদুল হক সুজন।।হবিগঞ্জের চুনারুঘাটে বেদে সম্প্রদায়ের মধ্যে নগদ ১ হাজার টাকা ও ১০ কেজি চাল দেয়া হয়েছে। চুনারুঘাটের কৃতি সন্তান বিদুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্তালয়ের উপ সচিব ফারহানা রহমান শুদ্ধাচার পুরস্কার পাওয়া ওই টাকা চুনারুঘাট উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার ৭০ জন বেদে পরিবারের প্রত্যেককে ১ হাজার টাকা ও প্রধানমন্তীর তহবিল থেকে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
৩০ জুলাই দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। পিআইও প্লাবন পালের পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্র চন্দ্র রায়, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমেদ, আনোয়ার হোসেন লিজন লস্কর প্রমুখ।
পরে জাতীয় প্রতিবন্ধী উন্নায়ন সংস্তার উদ্যেগে উপজেলার ৫৬ জন প্রতিবন্ধীদের মাঝে নগদ ৫ শত টাকা ও প্রধানমন্থীর বরাদ্ধ থেকে পাওয়া ১০ কেজি করে চাল দেয়া হয়।