কাজী মাহমুদুল হক সুজন।।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত লাইসেন্সবিহীন করাত কলগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বৃহষ্পতিবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মিলটন চন্দ্র পাল, সার্বিক সহযোগিতায় ছিলেন রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
সার্বিক সহযোগীতা করে চুনারুঘাট থানার পুলিশের একটি দল।
এ সময় ভ্রাম্যমান আদালত সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর,ইচ্ছাকুটা,শাকিরমামদ,শানখলা বাজারে অভিযান চালিয়ে ৪ টি করাতকলের কাউকে না পেয়ে করাতকলের চাকা জব্দ করে। ২ টি করাতকলকে দুটি মামলায় ১০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।