হবিগঞ্জের চুনারুঘাটে বাঁশবাগান থেকে ফাহিমা আক্তার (২২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।
ফাহিমা উপজেলার জিকুয়া গ্রামের ট্রাক্টর চালক সায়েদুল ইসলামের স্ত্রী। তাদের ৬ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে বাড়ির পাশ্ববর্তী বাঁশ বাগানে গলায় উড়না পেঁচানো অবস্থায় ফাহিমাকে দেখতে পান পরিবারের লোকজন। পরে থানার খবর দিলে পুলিশ রাত ১টায় মরদেহ উদ্ধার করে।
তদন্তকারী কর্মকর্তা দারোগা ভুপেন্দ্র বর্বম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলেই মৃত্যুর মূল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।