ছবি- সিলেটের জনপদ
চুনারুঘাটে বন্ধুক যোদ্ধে ১ ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। রবিবার (৪ আগস্ট)রাত ৩ টার দিকে চুনারুঘাট উপজেলার দেউয়াতলী গ্রামে এ বন্ধুক যোদ্ধের ঘটন্ ঘটে। পরে নিহত ডাকাতের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে পাটানো হয়। নিহত ডাকাতের বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। সে আন্তজেলা ডাকাত দলের সদস্য। গত শনিবার রাতে দেউন্ডি চা বাগানসহ গত ১ সপ্তাহে চুনারুঘাট উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। চুনারুঘাট থানার দারোগা আল আমিন জানান গোপন সংবাদে জানতে পারেন ডাকাতদল ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ যাওয়া মাত্রই ডাকাদল পুলিশের উপর হামলা চালায়,পুলিশও পাল্টা আক্রমন চালালে সোলেমান মিয়া নামের এক ডাকাত নিহত হয়। আহত হয় ৩ পুলাশ সদ্স্য। এর পূর্বে রবিবার দুপুরে খবর পেয় চুনারুঘাটে ডাকাতি হওয়া বাড়ি পরিদর্শনে আসেন ডিআইজি কামরুল ইসলাম,অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র,এসপি মোহাম্মদ উল্লাহ বিপিএম।
Posted ৯:১১ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad