প্রতি বছরের মতো এবারও কোরবানি ঈদের আগেরদিন হবিগঞ্জ জেলার প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও ফেইসবুকে জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
রবিবার সকালে চুনারুঘাটস্থ তার নিজ বাসভবনে সামনে জেলার ২২জন প্রতিবন্ধির মধ্যে এসব হুইল চেয়ার বিতরণ করেন। এসময় তার বড় ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ব্যারিস্টার সুমন জানান, এটা একটা মানবিক কাজ, ঈদের আনন্দ যাতে সমাজে প্রত্যেকে পায় এজন্যই তার এ উদ্যোগে। এসময় তিনি সমাজের ভিত্তবানদের প্রতি আহবান জানান প্রতিবন্ধিদের পাশে সহযোগীতার মনোভাব নিয়ে দাড়াতে। তার সহযোগীতা পেয়ে অনেক প্রতিবন্ধি আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন।