মো: হাসান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পর্যাপ্ত সেচ সুবিধা না থাকায় চলতি বোরো মৌসুমে ৮ হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে রয়েছে।
চুনারুঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বোরো চাষাবাদ করার উপযোগী ১৮ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে খাল-বিল, পুকুর ও অগভীর নলকূপ থেকে পানি উত্তোলন ও সেচ দিয়ে মাত্র ৯ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমি বোরো চাষ করেছে কৃষকরা।
সবজি সহ অন্যান্য ফসল বাদে প্রায় ৮ হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে রয়েছে। চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার মো: জালাল উদ্দিন সরকার জানান, পর্যাপ্ত সেচ সুবিধা না থাকায় প্রতিবছর শুকনো মৌসুম তথা বোরো মৌসুমে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে।
পাশেই রয়েছে খোয়াই নদী। ঐ নদী থেকে পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা হলে প্রতিবছর বিপুল পরিমান জমি অনাবাদি পড়ে থাকতো না। চাষাবাদ করে কৃষকরা উপকৃত হত এবং এসব জমি থেকে হাজার হাজার মন ধান উৎপাদন হতো।
অন্যদিকে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত ধান সরবরাহ করা সম্ভব হতো। এ ব্যাপারে কৃষকরা সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন।
Posted ১০:২০ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad