চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করছেন, ছবি- সিলেটের জনপদ
চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাও, ইচ্ছাকুটা গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বিমান ও পর্যটন মন্থী ও স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলীর পক্ষে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
এ উপলক্ষে স্থানীয় ইচ্ছাকুটা গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আ’মীলীগের সেক্রেটারি মোঃ ফরিদ মিয়া মাস্টারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসাদুজ্জামান লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,চুনারুঘাট পৌর আ’মীলীগের সভাপতি মোঃ আবু তাহির মিয়া,আ’মীলীগ নেতা মোঃ আব্দাদুর রহমান আব্দাল,যুবলীগ নেতা ফরিদ মিয়া,জুয়েল মিয়া,মতিউর সুহেল, ছাত্রলীগ নেতা মোঃ মোক্তাদির মিয়া তালুকদার প্রমূখ।
Posted ৮:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad