চুনারুঘাট প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও বাজারে দাদন ব্যাবসায়ীদদের( সুদখোর)অতিষ্ট হয়ে পড়েছে চা শ্রমিকবৃন্দ। তারা প্রতিনিয়ত দাদন ব্যাবসায়ীদদের হাতে নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে দারাগাঁও বাজার ব্যাবসায়ীরা শনিবার চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, দারাগাঁও বাজারে আশেপাশের কয়েকটি গ্রামের দাদন ব্যাবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে চা বাগান এলাকায় দাদন ব্যাবসা করে আসছে। চা বাগানের শ্রমিকদের নিরিহ পেয়ে ১০০ টাকায় সুদবাবদ ১০০ টাকা প্রতি সপ্তাহে লাভ দিতে হয়।
না দিলে তাদের উপর আসে বিভিন্ন ভাবে নির্যাতন। অভিযোগে উল্লেক করা হয় বড়গাও গ্রামের আঃ করিমের পুত্র বিদেশ ফেরত আব্দুল হাই এসব দাদন ব্যাবসায়ীদের নিয়ন্তন করে আসছে। গত বুধবার বাজার ব্যাবসায়ীরা তাকে পাকড়াও করলে সে উত্তেজিত হয়ে ব্যাবসায়ীদেরও হুমকি দেয়।বাধ্য হয়ে ব্যাবসায়ীরা আব্দুল হাইর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বলে জানান স্তানীয় মেম্বার ফারুক মাহমুদ।
চুনারুঘাট থানার ওসি মোবাইল ফোনে জানান, তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিবেন।