নিজস্ব প্রতিবেদক।।চুনারুঘাটের দারাগাঁও বাজারে দাদন ব্যাবসায়ীরা এলাকার মানুষের রোষানলে পড়ে দৌড়িয়ে পালিয়েছে। এলাকাবাসী ২ জনকে আটক করে উত্তম মধ্যেম দিয়ে হাসপাতাল পাটিয়েছে।
স্থানীয় বাজার ব্যাবসায়ীরা আহত অবস্তায় উপজেলার উত্তর দারাগাঁও গ্রামের শুকুর আলীর পুত্র সোবহান মিয়া ও চান্দু মিয়ার ছেলে কুটি মিয়া চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।অপর দাদন ব্যাবসায়ী আব্দুল গনি, আবু তাহির, আজিদ, মোতাহির পালিয়ে যায়। ২৯ জুলাই দুপুরে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার চা বাগান এলাকায় তলববার (বেতনেরদিন) হওয়ায় দাদন ব্যাবসায়ীরা সুদের টাকা নেয়ার জন্য জড়ো হয়।খবর পেয়ে স্তানীয় দারাগাঁও, বড়গাও, ইসলামপুর গ্রামের বেশ কয়েকজন লোক এতে বাধা প্রদান করলে দাদন ব্যাবসায়ীদের সাথে তাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে প্রতিবাদকারীরা দাদন ব্যাবসায়ী সোবহান ও কুটি মিয়াকে মেরে আহত করলে অপরা দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে স্তানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার ফারুক মাহমুদ মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাদন ব্যাবসায়ীদের অত্যাচারে অতিষ্ট বাগানবাসী।তিনি এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।