সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগর স্টুডেন্ট ফোরামের ৫ম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৭ই আগষ্ট শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান নয়ন এর অস্থায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের মধ্য দিয়ে ফোরামের সকল সদস্যদের ভোট প্রয়োগের মাধ্যমে ৮৪ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি- শামিম আহমদ, সহ সভাপতি- আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক- আবুল হাসান তাহের,সাংগঠনিক সম্পাদক- রহিম উদ্দিন, অর্থ সম্পাদক- সেলিম উদ্দিন। কমিটির অন্যান্যরা হলেন- সাইদুর, জাকারিয়া, খালেদ, জাকির, মুছা আলী হোসন, রুবেল, হুসাইস, আমির উদ্দিন, আবজাল, ইকবাল, নাইম, সুজেল, শমসাদ, ইমাম, সেলিম স্বাধীন, এমরান, রেজাউল, এনাম, শাহীন, তাহমীদ, জাবেদ, এখলাছ, জুনেদ, লবিব, বুরহান, আব্দুল আমিন, রেজাব, নুরুল হক, মাসুদ, ফখর, হিফজুর, নাঈম, মাওলানা কয়েছ, মাওলানা সাঈদুর, মাওলানা ফখর উদ্দিন, মাওলানা কমর উদ্দিন, হাফিজ আলী হোসেন, হাফিজ হোসাইন, হাফিজ জামিল, মাওলানা রহিম উদ্দিন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইমাদ উদ্দিন, সুজেল আহমদ, তারেক, জুবায়ের, আলী হোসেন, মিল্লাত, মিজান, ইকবাল, আশরাফ, হামিদ, মাওলানা ফয়ছল, ফয়ছল করিম, ইকরামুল করিম, খালেদ আহমদ, কিবরিয়া, ইলিয়াছ, আব্দুস শহিদ ও আমিনুর প্রমুখ।
Posted ৩:২২ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad